Ads 1

Wednesday, October 18, 2023

ব্লগিং করে লক্ষ টাকা ইনকাম

 ব্লগিং একটি মাধ্যম যা আপনাকে অনলাইনে আপনার মতামত, জ্ঞান, অভিজ্ঞতা বা লেখা প্রকাশ করতে সাহায্য করে এবং আপনাকে ইনকাম করতে সাহায্য করে। আপনি একটি ব্লগ তৈরি করতে পারেন এবং উপযুক্ত পাঠকদের মাঝে আপনার বিষয়বস্তু প্রচার করতে পারেন। 



ব্লগিং থেকে আপনি আয় করতে পারেন মাধ্যমিক ও উচ্চ স্তরের বিজ্ঞান, প্রযুক্তি, প্রযুক্তিগত উন্নয়ন, স্বাস্থ্য এবং সাহিত্য বিষয়গুলি সম্পর্কে লেখা লিখে ইনকাম করতে পারেন।


একটি প্রফেশনাল ব্লগার হতে আপনাকে উচ্চ মানের বিষয়বস্তু তৈরি করতে হবে, কার্যকর সেবা প্রদান করতে হবে, চালক ট্রাফিক আনতে হবে, স্বচ্ছ এবং অ্যাকটিভ সামাজিক মাধ্যম প্রশাসন করতে হবে এবং ব্যবসায়িকভাবে ইনকাম উপার্জন করতে পারেন। ব্লগিং থেকে আপনি 

Thursday, October 12, 2023

টাকা বিক্রি হচ্ছে আলু, পটল কেনার মতোই কেজি দরে

টাকা বিক্রি হচ্ছে আলু, পটল কেনার মতোই কেজি দরে।


আন্তর্জাতিক ডেস্ক :  রাস্তার পাশে লাইন দিয়ে বস্তা বস্তা টাকা নিয়ে বসে ব্যবসায়ী, গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা কিনছেন! ওই অনেকটা আলু, পটল কেনার মতো…!
নিশ্চয়ই ভাবছেন এ কোনও গল্পকথা! বাস্তবে এমনটা আবার সম্ভব হয় নাকি? হয়! এমন বিচিত্র বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে। সেখানে বিক্রি হয় টাকা। জাল বা নকল নয়, এক্কেবারে আসল টাকা!খোলা রাস্তায় দিন-দুপুরে ক্রেতারা বিনিময় প্রথার মাধ্যমে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে রাশি রাশি টাকা, ওখানে যার নাম ‘শিলিং’।প্রাচীনকালে বিনিময় প্রথার মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য হত ঠিকই, কিন্তু ২১ শতকেও? মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আগে! আসলে, সোমালিল্যান্ডের আর্থিক কাঠামোই এরজন্য দায়ী। শিলিংয়ের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।শিলিংয়ের এমন মূল্যহীনতার কারণেই সোমালিল্যান্ডের টাকার গুরুত্ব ধীরে ধীরে কমতে শুরু করেছে। টাকার দাম এখানে এতই কম যে, এই টাকার বাজারে অতিরিক্ত নিরাপত্তা নেই! এমনকি ছিনতাইকারী-চোর-ডাকাতও এই শিলিং চুরি করতে আগ্রহ দেখায়নি। কাজেই, রাস্তার পাশে পথের উপর ফেলে রেখে বিক্রি হচ্ছে শিলিং!

Wednesday, October 4, 2023

চলচ্চিত্রের নাম বৃদ্ধাশ্রম

 মুক্তি পেয়েছে বৃদ্ধাশ্রম চলচ্চিত্র


বাংলা সংগীত জগৎ এর জনপ্রিয় এক নাম এস.ডি রুবেল।২৯ সেপ্টেম্বর দেশের ১৮ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার-ই পরিচালিত ছবি “বৃদ্ধাশ্রম”।


সরকারী অনুদানে নির্মিত এ ছবিতে এসডি রুবেলসহ আরও অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি,হাসান ইমাম,প্রবীর মিত্র, বড়দা মিঠু,জাহানারা আলম,শম্পা রেজা, আফজাল শরীফ প্রমুখ।


শাবনূরের সাথে "এভাবে ভালোবাসায় হয়" সিনেমায় প্রথম অভিনয় করেছিলেন শিল্পী এস.ডি রুবেল।জানা গেছে সামনে তিনি আরও তিনটি সিনেমা নির্মাণ করবেন। Team Shabnur এর পক্ষ থেকে #বৃদ্ধাশ্রম এর জন্য শুভ কামনা।সবাইকে সিনেমাটি দেখার অনুরোধ রইলো।

ফ্লাইওভার থেকে পড়ে গেলো বাস, নিহত কমপক্ষে ২১ জন

 

ফ্লাইওভার থেকে পড়ে গেলো বাস, নিহত কমপক্ষে ২১ জন


ইটালির ভেনিসে ফ্লাইওভার থেকে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে তাতে আগুন ধরে গিয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (৩ অক্টোবর) স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাসটি ইটালির ভেনিসের ঐতিহাসিক কেন্দ্র থেকে একটি ক্যাম্পিং সাইটে ফেরার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ১০০ ফুট নীচে একটি রেললাইনের কাছে পড়ে বিদ্যুতের লাইনে আঘাত করলে এতে আগুন ধরে যায়। বাসের জ্বালানিতে মিথেন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

চালকের হঠাৎ অসুস্থতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন, ইটালির পরিবহন মন্ত্রী মাত্তেও সালভিনি।ঘটনায় আহত ২০ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহত ও আহতদের মধ্যে ইটালি ছাড়াও বেশ কয়েকটি দেশের নাগরিক রয়েছে। মৃতদেহগুলো উদ্ধার ও শনাক্ত করার চেষ্টা চলছে।

দুর্ঘটনায় হতাহত পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

 

How can you online earning

 How can you online earning money Visit here